হবিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত
হবিগঞ্জ প্রতিনিধি : ‘কোভিড ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর আগে রবিবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
সোমবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ সজল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।