সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের শীতবস্ত্র বিতরণ
\ সিরাজগঞ্জ প্রতিনিধি \
সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর দিবাগত রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মোড় ছিন্নমূল ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয।
এসময় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাসিবুল আলম বিপিএম ও পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দ।
তখন পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
Facebook Comments