শারি’র উদ্যোগে আইন ও সাংবিধানিক অধিকার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
নিরঞ্জন দাস, মুন্সিগঞ্জ :
স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে গত ২৭ ও ২৮ ডিসেম্বর, ২০২০ মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ২দিন ব্যাপী আইন এবং সাংবিধানিক অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কর্মএলাকার পাউসার, কাননীসার, চোরমর্দ্দন, সুধারচর, বালিগাঁও, সাতগাঁও, শেখরনগর জেলেপাড়া এবং রশুনিয়া ঋষি পাড়ার পঞ্চায়েত মাতব্বর, ছায়াপঞ্চায়েত ও যুবক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। তাদের প্রত্যশা অনুযায়ী দেওয়ানী আইন, ফৌজদারী আইন এবং ভুমি আইন সম্পর্কে বিস্তারিত দিক নিয়ে আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এর অ্যাডভোকেট পলাশ রায়।
অংশগ্রহণকারীগণ বিস্তারিত আলোচনায় প্রাপ্ত ধারনা নিজেদের পঞ্চায়েতের সুরক্ষায় ও পঞ্চায়েতের নিজ কমিউনিটিতে বিভিন্ন বিচার সালিশি প্রক্রিয়ায় সঠিক আইনের ধারা অনুসরণ করতে সক্ষম হবেন এবং জমি-জমার খাজনা দেওয়ার প্রক্রিয়ায় কাজে আসবে বলে জানান।
প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী দিনে উপস্থিত ছিলেন শারি’র প্রোগ্রাম অফিসার নিরঞ্জন দাস ও পবিত্র মন্ডলসহ মিডিয়া ডিফেন্ডার ও দলিতকন্ঠ’র মুন্সিগঞ্জ প্রতিনিধি সুব্রত দাস রনক।