রাজবাড়ীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শহরের রাধা গোবিন্দ জিওর মন্দির প্রাঙ্গনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। এ সময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের রাজবাড়ীর সহকারী প্রকল্প পরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অরুন কুমার সরকার, সাধারন সম্পাদক ডাঃ সমীর কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন অতিথিরা।
Facebook Comments