বেকারদের অনুপ্রেরণা নাজিরপুরের মনোজ মন্ডল
সুবীর বিশ্বাস, নাজিরপুর: নাজিরপুরের “মেসার্স ডায়মন্ড মৌ খামার” এর স্বত্ত্বাধিকারী মনোজ মন্ডল। তিনি নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়নের বাসিন্দা। তিনি মধু চাষ করেই বদলে দিয়েছেন নিজের ভাগ্যকে। বাংলাদেশে মধুর চাহিদা এবং ব্যবসায়িক সাফল্যের কথা বিবেচনা করেই ২০১৮ সালে তিনি শুরু করেন মৌ চাষ। দলিতকন্ঠকে তিনি জানান বর্তমানে সকল খরচ বাদ দিয়ে মধুচাষ করেই বছরে ৮-১০ লক্ষ টাকা আয় করছেন তিনি। এছাড়াও এই খামারের মাধ্যমে ১০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথম দিকে তিনি ৫টি মৌবাক্স নিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে বাক্সের সংখ্যা ২২০ টি। চলতি বছরে তিনি খামার থেকে সাড়ে তিনহাজার কেজি মধুসংগ্রহ করবেন বলে আশাবাদী। তিনি তার খামারে লিচু ফুল, কালোজিরা ফুল, সরিষা ফুল ছাড়াও অন্যান্য ফুলের মধু চাষ করেন। বর্তমানে তিনি জেলার একজন অন্যতম সফল উদ্যোক্তা। মনোজ মন্ডল বেকার যুবকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
সুবীর বিশ্বাস, সাধারণ সম্পাদক, নাজিরপুর উপজেলা সুনাম কমিটি নাজিরপুর, পিরোজপুর।