বহরপুরে মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
সোহেল রানা,রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বুধবার বিকালে মাদকমুক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ হান্নান মোল্লা, জেলা পরিষদের সদস্য আব্দুস ছাত্তার খান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পু, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মোকবুল হোসেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মন্ডল, ইউপি সদস্য কাজী শাহিদুল ইসলাম সাহিদ, সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহবায়ক এস এম হেলাল খন্দকার, খেলা পরিচালনা কমিটির আহŸায়ক মোঃ সাহেব আলী, যুগ্ন আহŸায়ক মোঃ নুরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাটিতে কালুখালী ফুটবল একাদশ ১-০ গোলে রাজবাড়ীর আফড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় মোট ৮ টি দল অংশ গ্রহন করবে।