বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব এর মানববন্ধন ও প্রতিবাদ সভা
খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব, ঠাকুরগাঁও চৌরাস্তায় গতকাল সকাল ১১টায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আব্দুর রহমান লাবু, এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সহ সভাপতি মুজিবর রহমান শেখ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু ভাস্কার্য ভাঙচুরের র্তীব্য প্রতিবাদ জানান। যারা ভাঙচুরের সাহায্যে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করেন। বক্তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কার্য শুধু প্রতিকৃতিই নয় এটি বাংলাদেশের প্রতিচ্ছবি। তাই বঙ্গবন্ধুর সম্পর্কে যারা কটুক্তি করে তাদের বাংলার মাটিতে বসবাসের কোন অধিকার নাই।