ফকিরহাট উপজেলা সুনাম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা আজ রবিবার সকাল ১০ টায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কমিটির সভাপতি সাংবাদিক শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ সাগর মল্লিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শারি’র উপ-সমন্বয়কারী, দৈনিক দলিত কন্ঠের নির্বাহী সম্পাদক রঞ্জন বকসী নুপু। বিশেষ অতিথির বক্তব্য রাখের শারি’র সমন্বয়কারী বিষ্ণু পদ দাশ, এ্যাডভোকেসী অফিসার শান্তানু দাশ। এসময় কমিটির সহ-সভাপতি সৈয়দ অনুজ, সহ-সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার, কোষাধক্ষ আলি হায়দার রাজু, সদস্য হাফেজ মোঃ মেহেদি হাসান, বিপ্লব বিশ্বাস, আরিফ মোস্তফা, মুশফিকুর রহমান, নতুন সদস্য ফারাজি মোস্তাক, তন্নিমা রহমান, লামিয়া ইসলাম প্রিতি, ইমন খান, ইয়াছিন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।