পারিবারিক নির্যাতন প্রতিরোধে রায়গঞ্জে দম্পতি মেলা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
পারিবারিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যতিক্রমী দম্পতি মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উইক্যান বাংলাদেশের উদ্যোগে এ মেলার শুরুতে দিন ব্যাপী করোনো ভাইরাসের টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করা হয়। তখন ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি সুরেন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: ইমরুল হোসেন তালুকদার ইমন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ জামান, শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল করিম তালুকদার, খৈচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল কিশোর সরকার, ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার গোপাল চন্দ্র শীল, সোনাখাড়া ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি বরুণ কুমার সরকার, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক ও উপজেলা নাগরিক জোটের সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, ইউপি সদস্যা মনোয়ারা বেগম, দয়াল মাহাতো, মঙ্গলী রানী, জগদীশ চন্দ্র মাহাতো, মানব চন্দ্র উরাও প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় দম্পতিদের অভিজ্ঞতা বিনিময়, দম্পতির খেলা, পুরস্কার বিতরণ, ষ্টুডেন্ট ফোরাম ও নাট্য দলের মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান।