নবীগঞ্জে নামযজ্ঞ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে পদাবলী কীর্তন নামযজ্ঞ মহোৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ, অধিবাস, অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। অনষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বিয়ানীবাজারের মনোরঞ্জন দাশ সৈনিক, সুনামগঞ্জের প্রভাষক টিটু দাশ, জকিগঞ্জের বিধান ধর, নবীগঞ্জের গিরীন্দ্র সরকার, সম্পা রানী দাশ, রিতি রানী সরকার। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সুনামগঞ্জ জগন্নাথ মন্দিরের মদন মোহন গোস্বামী।
উৎসব কমিটির সভাপতি কৃষ্ণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলীপ রায়ের পরিচালনায় নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, হাজ্বী এলাইছ মিয়া, ১২ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিপ্লব রায়, শিক্ষক প্রভাত ভূষন রায় পিন্টু, বিপুল রায় প্রমূখ। পরে আগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।