ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে হরিজন সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব সূর্য্য পূজা
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দলিত হরিজন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব সূর্য্য পূজা। অনুষ্ঠান উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের সুগন্ধা নদী পাড়ে নানা আচার অনুষ্ঠান পালন করে সম্প্রদায়ের শতশত নারী পুরুষ।
শুক্রবার বিকেল থেকেই শহরের সুগন্ধা নদী পাড়ে দেবতা সূর্য্যের প্রার্থনায় নানা আচার পালন করা হয়। ফুল, ফল আর নানা নৈবেদ্য সাজিয়ে নদী পাড়ে সূর্য্য দেবতার পূজার আয়োজন করা হয়। এ পূজার আরেকটি বিশেষ দিক হলো সূর্য্যস্লান। নদীতে কোমর পর্যন্ত নেমে সূর্য অস্ত না হওয়া পর্যন্ত প্রার্থনা করেন ভক্তরা। হিন্দুদের প্রাচীন এ সম্প্রদায়ের লোকজন জানায়, দেবতা সূর্য্যকে সন্তুষ্ট করতে প্রতি বছর সূর্য পূজার আয়োজন করা হয়। রোগ-শোক আর জগতের মঙ্গলের জন্যই বংশ পরমপরায় এ আচার-অনুষ্ঠান পালন করে আসছেন তারা।
Facebook Comments