কালুখালীতে করোনায় মুক্তিযোদ্ধা সুকুমার প্রামানিকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি: গতকাল রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সুকুমার প্রামানিক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা গ্রামের মৃত উপেন্দ্রনাথে প্রামানিকের ছেলে।
জানা গেছে, সুকুমার প্রামানিক করোনা আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাকালীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
রবিবার দুপুরে শিবানন্দপুর মহাশ্মশানে সুকুমার প্রামানিককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে দাহ করা হয়। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সদস্য সাবু খান প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে,মৃত্যুকালে সুকুমার প্রামানিক এক পুত্র ও এক স্ত্রীসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।