শারির উদ্যোগে আরটিআই ও রিপোর্ট রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দলিতকন্ঠ ডেস্ক : বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারির উদ্যোগে সাংবিধানিক অধিকার, আরটিআই ও রিপোর্ট রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১ ও ১২ জানুয়ারি ২০২১ ঢাকাস্থ শারির প্রধান কার্যালয়ে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শারির অ্যাডভোকেসি সমন্বয়ক ও সংবাদব্যক্তিত্ব রঞ্জন বকসী নুপু। এ ছাড়া এই প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন দেশের প্রশিতযশা সাংবাদিক এবং উপকূলীয় সাংবাদিকতার পথিকৃৎ রফিকুল ইসলাম মন্টু।
দেশের কমিউনিটি পত্রিকা দলিতকন্ঠের প্রদায়কদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সাংবিধানিক অধিকার, তথ্য অধিকার, ফ্যাক্ট ফাইন্ডিং এবং রিপোর্ট রাইটিংয়ের বিভিন্ন বিষয়াবলী নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
Facebook Comments