নাজিরপুরে সুনাম কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এবং সুরক্ষা উপকরণ বিতরণ
সুবীর বিশ্বাস (নাজিরপুর, পিরোজপুর):
সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা কমিটি (সুনাম) নাজিরপুর উপজেলা শাখার মাসিক সমন্বয় সভা গত ০৯/১২/২০ রোজ বুধবার অনুষ্ঠিত হয়। এ সময় সুনাম কমিটির সদস্যদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সুরক্ষা উপরন ( হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মাস্ক) বিতরন করা হয়। নাজিরপুর প্রেসক্লাবে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর সুনাম কমিটির সভাপতি অরবিন্দু মন্ডল। নাজিরপুর উপজেলা সুনাম কমিটির সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন শারির প্রকল্প সমন্বয়কারী বিষ্ণুপদ দাস, অ্যাডভোকেসি অফিসার শান্তনু দাস, সুনাম পিরোজপুর জেলা সমন্বয়ক ও রয়্যাল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঈনুল আহসান মুন্না, বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন সুনাম কমিটির কোষাধ্যক্ষ সাজ্জাদুর রহমান, সদস্য রবিউল ইসলাম, ফারজানা, অপু বনিপ, অঞ্জনা হালদার, রানা জামান।