আজ কোজাগরী লক্ষ্মী পূজা
হবিগঞ্জ প্রতিনিধি : আজ লক্ষ্মী পূজা। দেবী দুর্গার বিসর্জনের পর বাতাসে বিষাদের হাওয়া বইছে, তার রেশ কাটতে না কাটতেই ঘরে আসছেন দেবী লক্ষ্মী। চিন্ময়ী দেবীর বিদায়ের বার্তা ভুলে আবারও আনন্দে মেতে উঠবেন হিন্দু ধর্মাবলম্বীরা। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙ্গিনায় আজ শোভা পাবে চালের গুড়োঁর আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ। লক্ষ্মী হলেন ধন-সম্পদের দেবী। লক্ষ্মী ধনসম্পদ ছাড়াও ষোল প্রকার সম্পদের দেবী। সেগুলো হল- জ্ঞান, খ্যাতি, সাহস, শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রতœরাজি, শস্য, সুখ, বৃদ্ধি, সৌন্দর্য, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন।
দুর্গাপূজার পর প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। এসময় হিন্দু রমনীগণ উপবাস ব্রত পালন করেন। ভক্তগণ মায়ের কাছে ধন সম্পদ বৃদ্ধি, শ্রী ও জ্ঞানবৃদ্ধির প্রার্থনা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দ্বিভুজ রূপী দেবী পালনকর্তার নারায়নী রূপ। তিনি সকল সম্পদ তথা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী। তার আশীর্বাদে সকল মানুষ ঐশ্বর্য ও প্রাচুর্য্যে সমৃদ্ধ হয়। তাই হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আজ আওয়াজ উঠবে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।